সুন্দরবনের অবৈধ কাঠ বাড়িতে রাখতে বাধা দেওয়ায় হামলা, আহত-২

0
371

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনের অবৈধ সুন্দরীকাঠ অন্যের বাড়িতে রাখতে বাধা দেওয়ার প্রতিবাদে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে দুই নারী।
ঘটনাটি ঘটেছে উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামে মঙ্গলবার (২৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। প্রতিপক্ষের পিটুনীতে গুরুত্বর আহত হয়েছে কালাবগি গ্রামের ছবেদ আলী সরদারের স্ত্রী ফিরোজা বেগম(৫০) ও মোজাফ্ফার সরদারের স্ত্রী রোজিনা বেগম(৩০)। ঘটনা স্থান থেকে রক্তাক্ত জখম অবস্থায় আহত দুই নারীকে এলাকাবাসি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়নের কালাবগি গ্রামের আব্দুল রশিদ গাজীর ছেলে জুলফিকার গাজী(৩৬) ওরফে পোকাম গাজী পেশায় মৎস্যজীবি। সে সুন্দরবন থেকে মাছ শিকারের আড়ালে বনের মূল্যবান বৃক্ষ পাচার করে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় পোকাম গাজী বনের চোরাই কাঠ এনে কালাবগি মডেল বাজারের পাশের বাসিন্দা ছবেদ আলীর বাড়িতে লুকিয়ে রাখতে গেলে তাকে বাধা দেয়। এতে ক্ষুব্ধহয়ে পোকাম গাজী ধারালো অস্ত্রদ্বারা ছবেদ আলীর স্ত্রীকে আঘাত করলে সে জ্ঞান হারায় তখন রোজিনা বেগম ঠেকাতে এলে তাকেও বেধড়কভাবে মারপিট করা হয়। আহতের ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে পোকাম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গা ঢাকা দেয়।

সুতারখালি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিলন অভিযোগ করে খুলনাটাইমসকে  বলেন, পোকাম গাজী সুন্দরবনের অবৈধ কাঠ আমার শ্বশুরবাড়িতে লুকাতে গেলে শ্বাশুড়ি তাকে বাধা দিলে তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হওয়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এবিষয়ে ভূক্তভোগি পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।