সিসিএইউডি-খুলনা কম্পোনেন্ট শীর্ষক প্রকল্পের ত্রিপক্ষিয় চুক্তিপত্র স্বাক্ষরিত

0
209
খুলনা মহানগরীতে সিসিএইউডি-খুলনা কম্পোনেন্ট শীর্ষক প্রকল্প বাস্তবায়নকল্পে স্থানীয় সরকার বিভাগ, দাতা সংস্থা কেএফডবিøউ ও কেসিসি’র মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিপত্র স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সম্পন্ন হয়। - খুলনা টাইমস

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগরীর উন্নয়নে ‘‘সিসিএইউডি-খুলনা কম্পোনেন্ট’’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপক্ষিয় এক চুক্তিপত্র বুধবার দুপুরে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে জার্মান ভিত্তিক দাতা সংস্থা জার্মান ডেভলপমেন্ট ব্যাংক (কেএফডবিøউ), স্থানীয় সরকার বিভাগ ও কেসিসি’র মধ্যে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। স্থানীয় সরকার বিভাগের পক্ষে যুগ্ম সচিব আবু মহিউদ্দিন কাদেরী, কেএফডবিøউ’র পক্ষে মিশন লিডার ক্রিস্টিনা বার্টজ ও কেসিসি’র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কেএফডবিøউ’র কর্মকর্তাগণ গত ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত খুলনা সফর করেন এবং গৃহীত প্রকল্প বিষয়ে নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সার্বিক মতামত গ্রহণ করেন। প্রকল্পের আওতায় মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক‚লতা বিশ্লেষণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় দৌলতপুর ও মহেশ্বরপাশায় শহর রক্ষা বাঁধ, রূপসায় রিভার ফ্রন্ট পার্ক, প্রয়োজনীয় সংখ্যক ¯øুইচ গেট ও পাম্প হাউজ নির্মাণসহ, নগরীর অভ্যন্তরীণ খাল, পুকুর ও ড্রেনসমূহের উন্নয়ন করা হবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: হেলাল উদ্দিন, যুগ্ম সচিব মো: কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব পলি কর, কেএফডবিøউ’র প্রধান প্রকৌশলী পিটার রুনি, কান্ট্রি ডিরেক্টর অনির্বাণ কুন্ডু, আরবান রিজিলিয়েন্স স্পেশালিস্ট এসএম মেহেদী আহসান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও কনসালট্যান্ট সংস্থা র‌্যাম্বল-এর ডেপুটি টীম লিডার প্রফেসর ড. সিরাজুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন।