টাইমস ডেস্ক:
সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগমকে (২৮) নির্মমভাবে খুন করেছেন স্বামী। উপজেলার সুরইঘাট বাজার সংলগ্ন কালীনগর আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকে স্বামী মরম আলী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার সকালে হত্যাকা-ের বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। কানাইঘাট থানা পুলিশের এসআই স্বপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে ফাতেমা বেগম খুন হয়েছেন এবং ঘটনার পর থেকে নিহতের স্বামী মরম আলী পলাতক রয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাতেমাকে তার স্বামী মরম আলী রাতে গলা কেটে হত্যা করে পালিয়েছেন। মরম আলীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।