সালমানের সঙ্গে সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা?

0
419

বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এখন হলিউডেই বেশি সময় পার করছেন তিনি। কোয়ান্টিকো টিভি সিরিজসহ কয়েকটি সিনেমার কাজের কারণে প্রায় দুই বছর বলিউড থেকে দূরে প্রিয়াঙ্কা।

দীর্ঘ বিরতি ভেঙে আবারো বলিউড সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সালমান খানের সঙ্গে ভারত সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে এ অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে চলছে নানা গুঞ্জন।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সিনেমার জন্য ৬.৫০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা। এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটিতে অভিনয়ের জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। পদ্মাবত সিনেমার জন্য দীপিকা এই পারিশ্রমিক নিয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে।

ভারত সিনেমাটি নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে। দক্ষিণ কোরীয় এ সিনেমাটিতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। ভারত সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সালমান-প্রিয়াঙ্কা ছাড়াও এতে অভিনয় করছেন টাবু, দিশা পাটানি, সুনীল গ্রোভার প্রমুখ। র