সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে সাত পিচ স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে এই স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একটি স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি চালিয়ে সাত পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের প্রচেষ্টার কথা স্বীকার করেছে।