সাতক্ষীরায় ৮৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক এক

0
355

প্রতিনিধি : সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী এলাকা ও কালিগঞ্জ উপজেলা থেকে পৃথক দু’টি অভিযানে বিজিবি ও থানা পুলিশ ৮৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫৭ ফেন্সিডিল উদ্ধার  করে বিজিবি। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

অন্যদিকে শুক্রবার বিকালে কালিগঞ্জ থানা পুলিশ ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সেলিম মোড়ল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম মোড়ল উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে।

বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক সুবেদার জহির উদ্দীন বাবারের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় কালিয়ানী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার  করে।তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করা যায়নি। সাতক্ষীরা ৩৮ বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে,গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান ও সহকারী উপ-পরিদর্শক মোজাফফর হোসেনের নেতৃত্বে শুক্রবার বিকালে উপজেলার চৌবাড়িয়ায় অবস্থিত মুজিবর রহমান মার্কেটে সেলিম মোড়লের আমের আড়তে অভিযান পরিচালনা করে। এসময় ওই আড়তের ভিতর থেকে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করাসহ সেলিম মোড়লকে আটক করে। সেলিম মোড়ল দীর্ঘদিন যাবত আমের ব্যবসার অন্তরালে ভারত থেকে ফেনসিডিল নিয়ে এসে অভিনব কায়দায় দেশের অভ্যন্তরে পাচারের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।