সাতক্ষীরায় খালেদা-তারেকের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

0
565

সাতক্ষীরা প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের জজ কোর্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে এ সময় নেতৃত্ব দেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, সোহেল আহমেদ মানিক, মিলন হোসেন শিকদার, সালাউ্দ্দীন আহমেদ, বকুল, সদস্য রুহুল আমিন পাড়, সোহারাব হোসেন, মনোয়ার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।
মিছিল থেকে এ সময় নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

পরে পুলিশি গ্রেফতারের ভয়ে সেখান থেকে মিছিলটি দ্রুত ছত্র ভঙ্গ হয়ে যায়।