সাতক্ষীরার আশাশুনি রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দর রেডিও নলতা স্টেশন পরিদর্শন

0
284

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দ রেডিও নলতা স্টেশান পরিদর্শন করেছেন। সোমবার রাতে রেডিও নলতা স্টেশানের কর্মকর্তাবৃন্দর সাথে মত বিনিময় ও পরে রেডিও নলতা স্টেশান পরিদর্শন করেন আশাশুনি রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দ। এসময় রিপোটার্স ক্লাবের নির্বাহী সদস্য ও রেডিও নলতার প্রতিনিধি আবু ছালেক এর পরিচালনায় নলতা রেডিও’র শ্রোতা সংঘের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার এর মাধ্যমে বক্তব্য রাখেন আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান ও নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। এসময় সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত দাস, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, দপ্তর সম্পাদক এম এম নূর আলম, নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টু ও সদস্য তপন রায় উপস্থিত ছিলেন।