মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজলার বুধহাটা ইউনিয়নের বউলা বিপিএনকে চিলডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হয়।
দু’টি প্যানেল (শহীদ মাহমুদ ও আকতার ফারুক ডালিম) দাখিল পর্যায়ে ৩টি পদে ৭ জন ও ইবতদায়ী পর্যায়ে ১টি পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৩৭৫ জন ভোটারের মধ্যে দাখিল পর্যায়ে ১০৯ জন ও ইবতেদায়ী পর্যায়ে ২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে শহীদ মাহমুদ প্যানেল সব কয়টি পদে জয়লাভ করে। দাখিল পর্যায়ে আঃ খালেক (মাছ প্রতীক) ৮৬, আমজেদ গাইন (হরিণ) ৮৬, দাউদ সরদার (আম) ৮৫ ভোট এবং ইবতদায়ী পর্যায়ে রবিউল ইসলাম (বই) ২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, (দাখিল পর্যায়) মাহবুবর রহমান (চশমা) ৭, আজগর আলি সানা (চেয়ার) ১০, আক্তার ফারুক (দোয়াত কলম) ২৬, মাওঃ আঃ আলিম (মই) ১৫ ভোট এবং ইবতেদায়ী পর্যায়ে শেখ আঃ হান্নান (ছাতা) পেয়েছেন ৩ ভোট। নির্বাচন প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ।