বিজ্ঞপ্তি : রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ও নিউজ২৪ চ্যানেলের খুলনা জেলার প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান শাহিনের পিতা মোঃ ইসহাক আলী শিকদার (৮৫) মঙ্গলবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে রূপসার বাগমারাস্থ নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)।
তার মৃত্যুর খবর শুনে বুধবার বেলা ১টায় শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাজী সাইফুল খান, যুবনেতা জামিল খান, জেলা তরুণলীগ সভাপতি বেগ আমিন, চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান গফুর মোল্যা, চঞ্চল রায়, সুব্রত বাকচী, তারেক আজিজ, শেখ সাগর, শেখ নিয়ামত, ওয়েজকুরুনি বাবু, সুমন, কামরান মোল্যা, রবিউল ইসলাম রবি, শহিদুল ইসলাম সুমন, জুম্মান সেখ, শরিফুল প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।