সাংবাদিক নূর আলমের ভগ্নিপতি সড়ক দূর্ঘটনায় আহত

0
489

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি রিপোটার্স ক্লাব এর দপ্তর সম্পাদক এম এম নূর আলমের ভগ্নিপতি মাওঃ ফরিদ আহম্মদ আরারী (৫০) সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়েছেন। তিনি কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মৃৃত আবু বক্কর সরদারের পুত্র। জানাগেছে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতা নামক স্থানে ফরিদ আহম্মদ বাসে উঠার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মারাত্বক ভাবে আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানাগেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় এরিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।