সংবাদ বিজ্ঞপ্তি:
দাকোপ উপজেলার এলবিকে মহিলা কলেজের মেধাবী ছাত্রী জয়ী মন্ডলের আত্মহত্যার ঘটনায় মুল আসামী ইনজামাম মির্জা রোববার দুপুরে আদালতে আত্মসমর্পন করে। এ সময়ে গন্যমাধ্যম কর্মীরা তার ছবি তুলতে গেলে ইভটিজার ইনজামামের পক্ষে আইনজীবী পারভেজ আলম সাংবাদিকদের আশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ছবি তুলতে বাধা দেন।
পরে অন্যান্য আইনজীবী ও গনমাধ্যম কর্মীদের প্রতিবাদের মুখে তিনি সেখান থেকে সরে যান। আদালত আঙ্গিনায় বিভিন্ন সময়ে কুখ্যাত, ঘৃর্ণিত আসামীর পক্ষে এ্যাডভোকেট পারভেজ আলমের এমন ঔদ্ধত্যমুলক আচরণ নতুন নয়। তার এই ন্যাক্কারজনক আচরন সমাজে ইভটিজারদেরই উৎসাহিত করবে বলে মন্তব্য করেন অন্যান্য আইনজীবীরা।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। বিবৃতিদারা হলেন, সংগঠনের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সহসভাপতি মল্লিক সুধাংশু, সুনীল দাস, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহেন সেন, নির্বাহী সদস্য এসএম হাবিব, মামুন রেজা, বাবুল আখতার, ড্যানিয়েল এস বোস প্রমুখ।