সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত

0
375

মোংলা প্রতিনিধি:
ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদরে উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মোংলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সাংবাদিকদের এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, পূর্ব ঘোষিত ৭২ ঘন্টার আল্টিমেটামের মধ্যেই হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া কর্তব্যরত অবস্থায় সাংবাদিকদের উপর হামলাকারীদের তাৎক্ষনিক আটক না করার বিষয়টি প্রশাসনের গাফিলতি ছাড়া কিছুই নয়। দ্রæত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবাণ জানান বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন প্রেসক্লাব’র সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংবাদিক এম এ মোতালেব, মনিরুল হায়দার ইকবাল, আবু হোসাইন সুমন, নুর আলম শেখ, সুমেল সারাফত ও কামরুজ্জামান জসিম।