সাংঘর্ষিক হলেও যথাসময়ে বিপিএল আয়োজনের ভাবনা বিসিবির

0
234
উমরান মালিকের অভিষেক নিয়ে সাসপেন্স রাখলেন রাহুল দ্রাবিড়

টাইমস স্পোর্টস: বিশ্বজুড়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সংখ্যা। আগামী বছর জানুয়ারিতেই যেমন আরব আমিরাতে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’। একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। খসড়া সূচি আনুসারে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) কাছাকাছি সময়ে। সময়ের দিক থেকে কিছুটা সাংঘর্ষিক হলেও বিপিএল আগানো কিংবা পেছানোর ভাবনা নেই বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট একসঙ্গে মাঠে গড়ালে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে। এসব শঙ্কা থাকলেও সূচি পরিবর্তনের ভাবনা নেই বিসিবির। খসড়া সূচি অনুযায়ী, ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রæয়ারি পর্যন্ত হওয়ার কথা আছে বিপিএলের নবম আসর। ৪৬ দিনের এই টুর্নামেন্ট নির্ধারিত সময়েই আয়োজনের ভাবনার কথা জানালেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। গতকাল বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমকে নিজামউদ্দিন বলছিলেন, ‘আমাদের যে ইন্টারন্যাশনাল আর এফটিপি কমিটমেন্ট, তার ওপর নির্ভর করেই বিপিএলের সূচি করে থাকি। আমাদের নির্ধারিত সূচি অনুযায়ীই আমাদের আলোচনা করতে হবে। আমাদের আন্তর্জাতিক ব্যস্ততা আছে আগে-পরে। খুব আঁটসাঁট সূচি নিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের সূচি মেনেই কাজ করব।’ গতকাল মিরপুরে সংবাদ মাধ্যমকে নিজামউদ্দিন বলছিলেন, ‘আমাদের যে ইন্টারন্যাশনাল আর এফটিপি কমিটমেন্ট, তার ওপর নির্ভর করেই বিপিএলের সূচি করে থাকি। আমাদের নির্ধারিত সূচি অনুযায়ীই আমাদের আলোচনা করতে হবে। আমাদের আন্তর্জাতিক ব্যস্ততা আছে আগে-পরে। খুব আঁটসাঁট সূচি নিয়ে কাজ করতে হয়। আমরা আমাদের সূচি মেনেই কাজ করব।’ নিজামউদ্দিন বলছিলেন, ‘এ বছরের এপ্রিলে এফটিপি ডেভেলপের একটা মিটিং ছিল। সেখানে শুধু ২০২২ না, ২০২৭ পর্যন্ত এফটিপি কী হবে এ নিয়ে কাজ শুরু করেছি। কাজ চলছে। আপনারা যেভাবে জানেন সিরিজগুলো সেভাবেই নির্ধারণ করা আছে। আশা করছি নির্ধারিত সময়েই সিরিজগুলো আয়োজন করা যাবে।’