সরকারের উন্নয়ন কাজ তরান্বিত করতে জনপ্রতিনিধির ভূমিকা রাখতে হবে : শেখ হারুন

0
1217

বিজ্ঞপ্তি : খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশিদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের ন্যায় উন্নয়ন কাজ তরান্বিত করতে সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে যে উন্নয়ন কর্মকান্ডের মহাযজ্ঞ শুরু করছে,তা নজির বিহীন। আর এই উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আমাদের সকলকে সামিল হতে হবে। তিনি নির্বাচীত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যহত রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। রবিবার খুলনা জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

জেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১২টায় অনুষ্ঠিত সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের এবং খুলনা-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সূজার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় জেলা পরিষদের অধিনে মহানগরী এবং ৯টি উপজেলার চলমান উন্নয়ন কর্মকান্ড দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ প্রদান করা। এছাড়া ২০১৮-১৯ অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের বরাদ্দকৃত অর্থের উন্নয়ন প্রকল্প সর্বস্মতিক্রমে গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলিম উদ্দীন, সদস্য যথাক্রমে চৌধুরী মোঃ রায়হান ফরিদ, কামরুল হাসান টিপু, সরদার আবু সালেহ, মোশররফ হোসেন বাবু, মোল্যা আকরাম হোসেন, আব্দুল মান্নান গাজী, মোঃ কবির হোসেন, এ্যাডঃ রজত কান্তি শীল, এসএম খালেদীন রশিদ সুকর্ণ, শেখ আবু জাফর, সাজ্জাদুর রহমান লিংকন, মোঃ হাবিবুল্লাহ বাহার, মোঃ জহুরুল হক, ফারহানা নাজ, শোভা রানী হালদার, জয়ন্তী রানী সরদার, নাহার আক্তার, এ্যাডঃ জেসমিন আক্তার জলি।