আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ভ্যান চালক শুকুর আলী দীর্ঘ ৪০বছর ধরে পা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে। ভাগ্যক্রমে ব্যাংদহা বাজারে এ প্রতিবেদকের সাথে হঠাৎ দেখা হয়ে যায় ভ্যান চালক শুকুর আলীর। এসময় তিনি জানান, তার বাড়ী ফিংড়ী ইউনিয়নের রহমতপুর গ্রামে। তিনি হেলাল বিশ্বাস ও ছখিনা বেগমের পুত্র। তিনি দুঃক্ষ প্রকাশ করে বলেন স্ত্রী, তার গর্ভধারনী মা, ৪পুত্র, ৫কন্যা এবং ৪নাতি-পোতা ছেলেকে নিয়ে সরকারি খাস সম্পত্তিতে মাটির দেওয়াল ও গোলপাতার ছাউনি দেওয়া ঘরে বসবাস করছেন। জীবনের এ পড়ন্ত বেলায় আজও তিনি সংসারের ঘানি টেনে যাচ্ছেন। তার পরিবারে এক বেলা খাবার জোটে তো, অন্য বেলার খাবার জোটে না! তবুও তিনি কোন মানুষের দারে বলেন না আমাকে খাবার দাও। জীবনের নাট্যশালায় অভিনয় করতে করতে আজ তিনি ক্লান্ত। এত কষ্টের মধ্যেও তিনি বর্তমান সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত। সরকারী কার্ডের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যে দিন চেয়ারম্যান বা মেম্বরদের আমার প্রতি সহানুভূতি হবে, সেদিনই হয়ত তারা আমাকে সহযোগীতা করবে। তবে আমার কারও প্রতি কোন অভিযোগ নেই। এমতাবস্থায় তিনি সরকারী অনুদান পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।