সরকারি জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণের অভিযোগ

0
572
All-focus

নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় সরকারি জায়গা দখলে নিয়ে দু’টি পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, পৌরসভার আঁছাভূয়া বাজারের বাসিন্দা হরলাল মিস্ত্রীর ছেলে সুশান্ত মিস্ত্রী(৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে ওয়াপদার রাস্তার পাশে সরকারি জায়গা দখলে নিয়ে দু’তলা ভবন নির্মাণ করে। এদিকে চালনা বাজার খাদ্য গুদামের বিপরীতে বাজারের মেইন রাস্তার পাশে সরকারি জায়গা দখলে নিয়ে মৃত. অধর মন্ডলের ছেলে খোকন মন্ডল(৪৭) বহুতল ভবন নির্মাণ করে।
অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কার্যালয়ের সার্ভেয়ার ঘটনা স্থানে গিয়ে প্রাথমিকভাবে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, ভূমি কার্যালয়ের কর্মকর্তারা এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন। ওনারা কাজ বন্ধ করে চলে গেলে আবার নির্মাণ কাজ শুরু করেন অবৈদ্ধ দখলদারা। রাতের অধারে ভবনের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ করে শেষ করবে বলে জানা যায়।

উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. মিরাজ হোসেন বলেন, সরকারি জায়গা দখলে নিয়ে যে দুটি ভবন নির্মাণ করতেছিল। সে দুটি’র কাজ প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা যাতে অবৈদ্ধভাবে কাজ না করতে পারে সেজন্য নির্দেশ দেওয়া হয়। এর সাথে সাথে তাদেরকে কাগজপত্র সাথে নিয়ে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে উপস্থিত হওয়ার কথাও বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে নির্মাণধীন কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে যদি নির্মাণ কাজ করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।