সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফলপ্রকাশ

0
326
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার ১০টায় বিদ্যলায়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আলফাতুন নেছা, শেখ মনিরুল ইসলাম, মিনতি রানী, শেখ আমজাদ হোসেন, বাবু ভবসিন্ধু সরদার, রাফসান বুলবুল, অলোক চক্রবর্তী, মেহেদী হাসান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ মোয়াজ্জিন হোসেন, প্রদীপ মন্ডল, নির্মল গাঈন, মঞ্জুরুল নূর, এনাম হোসেন, ইয়াকুব আলী, মোসলেমা খাতুন, শাহিনা আক্তার, মনিকা রানী, ফারুক হোসেন, তহিদুল ইসলাম, অসীম কুমার প্রমূখ।