শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

0
330

নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় বৃহস্পতিবার (৯ আগষ্ট) সকাল ১১টায় কামারখোলা ইউনিয়নের শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে নির্বাচিত হন প্রসেনজিৎ রায়।
এর আগে শনিবারে (৪ আগষ্ট) স্কুল পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্যদের নির্বাচন বিদ্যালয়ের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছিল। এসময় প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন। নির্বাচনে চার জন অভিভাবক সদস্য পদে প্রসেনজিৎ রায় ৭১ ভোট, সঞ্জয় মন্ডল ৫৯ ভোট, সিরাজুল সরদার ৪৩ ভোট, হরষিত রায় ৩৭ ভোট, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মিনতী রায় ৭৫ ভোট, সাধারণ শিক্ষক প্রতিনিধি দু’জন বলরাম মন্ডল, বিচিত্র রায়, দাতা সদস্য পদে কিংশুক রায় ৩ ভোট, প্রতিষ্ঠাতা সদস্য পদে অমর কৃষ্ণ রায় ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল।
সুত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের লক্ষে নবনির্বাচিত সদস্যদের নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ জন সদস্যের উপস্থিতে নির্বাচনে সভাপতি পদে দু’জন প্রার্থী ছিলেন। এসময় প্রসেনজিৎ রায় ৬ ভোট পেয়ে বিজয়ী হয় এবং নিকটতম প্রার্থী কিংশুক রায় ৩ ভোট পায়।
প্রিজাইডিং কর্মকর্তা মো. সোহেল হোসেন জানান, সভায় উপস্থিত সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে প্রসেনজিৎ রায়কে সভাপতি হিসেবে ঘোষনা করা হয়েছে।