আজিজুর রহমান,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় শনিবারে (৪ আগষ্ট) শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ এবং খাবারের বিরতি দিয়ে স্কুল প্রাঙ্গণে সকাল ৯টার দিক থেকে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্যদের নির্বাচন বিদ্যালয়ের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। এসময় প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন। নির্বাচনে চার জন অভিভাবক সদস্য পদে প্রসেনজিৎ রায় ৭১ ভোট, সঞ্জয় মন্ডল ৫৯ ভোট, সিরাজুল সরদার ৪৩ ভোট, হরষিত রায় ৩৭ ভোট, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মিনতী রায় ৭৫ ভোট, সাধারণ শিক্ষক প্রতিনিধি দু’জন বলরাম মন্ডল, বিচিত্র রায়, দাতা সদস্য পদে কিংশুক রায় ৩ ভোট, প্রতিষ্ঠাতা সদস্য পদে অমর কৃষ্ণ রায় ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
মানসম্মত শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করে নির্বাচিত সদস্যরা ফলাফল প্রকাশের পর তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই প্রতিষ্ঠানটিকে এক নম্বর অবস্থানে নেয়া হচ্ছে আমাদের মূল কাজ। এই স্বপ্ন পূরণে সবার সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত সদস্যরা।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী এবং ভোটারদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। নির্বাচনটি স্থানীয় এলাকার মধ্যে হলেও এখানে ছিল না কারো বিরুদ্ধে কোনো রকম কটু কথা বা হামলা মামলার আশঙ্কা। শুরু থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল উৎসব মূখর পরিবেশ।
নির্বাচনে মোট ভোটার ছিল ১৯৩ জন। এর মধ্যে ১৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত কমিটি তাদের সততা এবং যোগ্যতা দিয়ে স্কুলটির যাবতীয় সমস্যা সমাধান করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা অভিভাবকদের।
সকাল হতে না হতেই ভোটাররা ভোট প্রদানের জন্য ছিল উদ্বুদ্ধ। তবে সকালে ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা বেশ ভাল ছিল। দুপুর হলে আবার সংখ্যা কমে যায়। শেষ এক ঘন্টায় আবারও উপছে পড়ে ভোটাররা।
প্রিজাইডিং কর্মকর্তা মো. সোহেল হোসেন ফলাফল ঘোষণা করে বলেন, সুষ্ঠ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে কোন রকম দূর্ঘটনা ঘটেনি।
নির্বাচনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আবু সত্তার সানা, পরিচালনা পর্ষদের সভাপতি সমরেশ রায় ঘরামী, প্রধান শিক্ষক প্রসান্ত কুমার মন্ডল, মানবাধিকার প্রতিনিধি জগেশ রায় (গাতীদার), শিক্ষক রমজান আলী, ওয়ার্ড আ’লীগের সম্পাদক অসিত বরণ মৃধাসহ আরও অনেকে।