শোভনালী ব্রীজ টু কামালকাটি-ব্যাংদহা সড়কের বেহাল দশা : চলাচলে ভোগান্তি

0
448

মইনুল ইসলাম : আশাশুনি উপজেলার শোভনালী ব্রীজ টু কামালকাটি-ব্যাংদহা সড়কের বেহাল অবস্থার কারণে জন ভোগান্তি ক্রমশ বেড়েই চলেছে। আশাশুনি উপজেলা মফস্বল এলাকা থেকে জেলা শহরের শটকাট সড়ক হিসেবে সাধারণ মানুষ এ সড়কটি ব্যবহার করে আসছে দীর্ঘদিন। জানাগেছে, আশাশুনি উপজেলার মফস্বল এলাকা কোলাঘোলা থেকে শ্রীউলা হয়ে, কালিবাড়ী বাজার হয়ে শোভনালী/নৈকাটি ব্রীজের পাশ দিয়ে এ সড়কটি দিয়ে সাধারণ মানুষ ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারের উপর দিয়ে জেলা শহরে যেয়ে থাকেন। কোলাঘোলা থেকে সাতক্ষীরা পর্যন্ত মোট সড়কের মধ্যে শোভনালী ব্রীজ থেকে ব্যাংদহা বাজার পর্যন্ত সড়কটি কাঁচা হওয়ায় হালকা বৃষ্টি হলেই সাধারণ মানুষকে বহু পথ অতিক্রম করে যেতে হয় সাতক্ষীরা জেলা শহরে। এছাড়া হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হলেই শোভনালী ০৯নং ওয়ার্ড বৈকারঝুটি এলাকার মানুষের ভোগান্তির অন্ত থাকে না। কাঁদা-পানির সাথে যুদ্ধ করে বাড়ী থেকে গন্তব্যস্থানে পৌঁছাতে হয় তাদের। এব্যাপারে বৈকারঝুটি ইউপি সদস্য আজিজুর রহমান জানান, এ সড়কের পিচের কার্পেটিং এর বাজেট হয়ে আছে কিন্তু তার কোন বাস্তবায়ন নেই। অনেক বার এবিষয়ে যোগাযোগ করা হলেও কোন সুফল মেলেনি। একাধিক এলাকাবাসী এ প্রতিবেদক জানান, কাঁদা-পানির সাথে যুদ্ধ করে তাদের সন্তানরা স্কুলে যাতায়াত করে থাকে। বর্ষাকালে কাঁদা পানিতে স্কুল ড্রেজ নোংরা হয়ে যাওয়ায় স্কুল ব্যাগে করে অনেক সময় ছাত্র ছাত্রীদের অতিরিক্ত স্কুল ড্রেজ নিয়ে যেতে হয় স্কুলে। এলাকাবাসী আরও বলেন, শোভনালী ব্রীজটি উন্মুক্ত হলেই এ সড়কটিতে সাধারণ মানুষের যাতাযাতের চাপ আরও বাড়বে বলে মনে করেন। বর্তমান সরকার যেখানে শহর থেকে গ্রামগঞ্জের প্রতিটি সড়কের উন্নয়নের কাজ করছেন, সেখানে বৈকারঝুটি এলাকার সড়কটির অবস্থা দেখে সাধারণ মানুষের মধ্যে সরকারের উন্নয়নের উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। বিষয়টি আমলে নিয়ে অতিদ্রুত এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।