বিজ্ঞপ্তি: খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সেজন্যে প্রত্যেক থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট ক্যাম্পেইন ও মিছিল করে জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সুখ দু:খের সাথী হতে হবে। তিনি দলের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ জনগণের দল, এ দলটি দাড়িয়ে আছে জনগণের উপর ভিত্তি করে। সেই ভীতে যেন কোন ষড়যন্ত্রকারী অস্ত্র বসাতে না পারে সেদিকে সকল নেতাকর্মীকে তীক্ষè দৃষ্টি রাখতে হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, আবুল কাশেম মোল্লা, রনজিত কুমার ঘোষ, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. মোতালেব মিয়া,ফয়েজুল ইসলাম টিটো, ফয়েজুল হক রুবেল, হাবিবুর রহমান দুলাল, কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সঈফ হুমায়ূন কবীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।