শেখ হাসিনার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ-সিটি মেয়র

0
147

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার অপূর্ণ স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর পার্বত্য শান্তিচুক্তি, পানি বণ্টন চুক্তি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চুক্তি তিনি করেছিলেন। যার কারণে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে শক্ত ভীত রচনা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বিশ্বের নিকট বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে আজ উন্নয়ন বিস্ময়। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ, অর্থনৈতিক সূচকে প্রবৃদ্ধি, রেমিট্যান্স প্রবৃদ্ধি, পায়রা বন্দর নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদসহ আজ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন বিস্ময়কর। অতিসম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক এসডিজি প্রগ্রেস এওয়ার্ডে ভূষিত হয়েছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তার পিতার মতো এ দেশের মানুষকে গভীরভাবে ভালবাসেন। বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  তসলিম আহম্মেদ আশার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যাপক আলমগীর কবীর, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ মোঃ আনোয়ার হোসেন, কামরুল ইসলাম বাবলু, নূর মোহাম্মদ নুরু, আরজুল ইসলাম আরজু, মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, জাহাঙ্গীর আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, এজাজ পারভেজ বাপ্পি, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এ্যাড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, শিপন চৌধুরী,  এ্যাড সোহেল পারভেজ, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চ.ম. মুজিবুর রহমান, শেখ আবিদ উল্লাহ,  মোঃ জাহিদুল ইসলাম, শেখ রুহুল আমিন, জাকির হোসেন, মোস্তাক আহম্মেদ টুটুল,  মাহবুব মম, এ্যাড. জসিমউদ্দিন খান লিটন, কাউন্সিলর মাহমুদা বেগম, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন ইলিয়াস, নুরজাহানা রুমি, মনোয়ারা বেগম, লুৎফুন্নাহার লিলি, রেশমা বেগম, তামান্না ইসলাম, রেহানা পারভীন, মুক্তা হক, রিনা চৌধুরী, আছমা বেগম, আশরাফ আলী হাওলাদার শিপন প্রমুখ নেতৃবৃন্দ।