নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমস:
শেখ আবু নাসের টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলা ক্রীড়া সংস্থা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার বিকেলে শিববাড়ি মোড়ে বিকাল ৫টায় টফি, জার্সি উন্মোচন ও কনসার্ট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য মমতাজ বেগম ও ইন্ডিয়ান আইডল খ্যাত অমিত পাল ও খুলনার মেয়ে রেশমী সংগীত পরিবেশন করবেন।
শুক্রবার বেলা ১১টায় আবু নাসের ষ্টেডিয়ামে টুনার্মেন্টের উদ্বোধন হবে। সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান উদ্বোধনী পর্বের প্রধান অতিথি।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।#