শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘এ্যাকশন গোয়েন্দা’

0
370

সংবাদ বিজ্ঞপ্তি: এশিয়ান টিভিতে ০৩ ডিসেম্বর রাত ৯.০০ টা থেকে প্রচার শুরু হয়েছে ভিন্ন আঙ্গিকের নতুন ধারাবাহিক ‘এ্যাকশন গোয়েন্দা’। ধারাবাহিকটির পরিকল্পনা নির্মাণের দায়িত্বে আছেন এ প্রজন্মের বিশিষ্ট নির্মাতা হাসান জাহাঙ্গীর এবং প্রযোজনা করেছেন হাভাস মিডিয়া বাংলাদেশ লি:। এর মূল পরিকল্পনায় আছেন আলহাজ্ব মোঃ হারুন উর রশিদ (চেয়ারম্যান, এশিয়ান টিভি) এবং মূল গল্প রহমান শেলী ।

প্রচার শুরু উপলক্ষে এশিয়ান টিভি ‘প্রিমিয়ার শো’র আয়োজন করে। ‘প্রিমিয়ার শো’টি উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাভাস মিডিয়া বাংলাদেশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী, চীফ অপারেটিং অফিসার সৈয়দা শামীমা বেলী, এশিয়ান টিভির উপদেষ্টা, নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ধারাবাহিকটি এশিয়ান টিভিতে প্রচারিত হবে রবি থেকে বুধবার রাত ৯.০০টায়।