খুলনা শিশু ফাউ-েশনের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করায় সকল ভোটারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।
বিবৃতিতে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে একটি প্রতিষ্ঠানকে উন্নতি শিখরে নিতে। সকল ভোটারদের আন্তরিকতার মধ্যদিয়ে শিশু ফাউ-েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মধ্যদিয়ে শিশু ফাউ-েশনের উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। তিনি নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য, আইন-শৃংখলা বাহিনী, সকল ভোটারসহ সকল শুভানুধ্যায়িদের আন্তরিক অভিনন্দন জানান। সংবাদ বিজ্ঞপ্তি