শিশুর যত্নে হিমালয়ার পন্য

0
1145

ঢাকা অফিসঃ শিশুর যত্নে হিমালয়ার পন্যশিশুদের ত্বক স্বাভাবিকভাবেই কোমল ও স্পর্শকাতর। শিশুদের যত্নে প্রচলিত পন্য সামগ্রী তে যে ক্ষতিকর উপাদান এবং কেমিক্যাল থাকে তা তাৎক্ষনিক ভাবে ত্বক শোষণ করে নেয়, যা পরবর্তীতে শিশুদের চোখ এবং কানের মারাত্মক ক্ষতি করতে পারে। এজন্য তাদের কোমল ত্বকের জন্য প্রয়োজন বাড়তি সচেতনতা ও যত্ন।
বাজারে প্রচলিত ও জনপ্রিয় সব বেবি প্রোডাক্টই কেমিক্যাল নির্ভর আর অনেক পন্যেই রয়েছে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি। কিন্তু হিমালয়ার বেবি প্রোডাক্টগুলো আয়ুর্বেদিক ফরমুলেশনে ১০০% শুদ্ধ হারবাল উপাদানে প্রস্তুতকৃত এবং এগুলো প্রস্তুত হয় ফার্মাসিউটিক্যালের নিদৃষ্ট মান নিশ্চিত করার মাধ্যমে। যেহেতু হিমালয়ার বেবি প্রোডাক্টগুলো সম্পূর্ণভাবে ক্ষতিকারক কেমিক্যাল যেমন প্যারাবেন, এসএলএইএস/এসএলএস, খনিজ তেল, ল্যানোলিন এবং কৃত্রিম সুগন্ধিমুক্ত তাই শিশুদের ত্বকের যত্নে সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে বিশ্বব্যাপী ডাক্তাররা এই প্রোডাক্টগুলা প্রেসক্রাইব করে থাকেন। আধুনিক গবেষনায় ত্বকের ক্যান্সারের অন্যতম কারন হিসেবে এই কেমিকেল গুলোকে বিশেষ করে প্যারাবেন এর উপস্থিতিকে দায়ি করা হয় একারনে বিশ্বব্যাপী এখন শিশুদের ত্বকের যত্নে ন্যাচারাল প্রোডাক্টের চাহিদা ও জনপ্রিয়তা লক্ষণীয় আর এটা প্রমানিত যে ন্যাচারাল প্রোডাক্ট যেমন কার্যকরি তেমন এর কোন ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়াও নেই।
শিশুর ত্বকের যত্নে ন্যাচারাল প্রোডাক্টের এই সচেতনতা ও চাহিদা উপলব্ধি করে বিশ্বব্যাপী ন্যাচারাল প্রোডাক্ট প্রস্তুতকারি জনপ্রিয় ব্র্যান্ড হিমালয়া নিয়ে এসেছে হিমালয়া বেবি প্রোডাক্টস। বিশেষ প্রাকৃতিক উপাদান নিয়ে দীর্ঘ গবেষণার মাধ্যমে প্রস্তুতকৃত এসব পন্য শিশুর ত্বকের বাড়তি যত্ন ও সুরক্ষা নিশ্চিত করে। শিশুদের জন্য সাবান, বাথিং জেল, শ্যাম্পু, বডিলোশন, পাউডার, ছাড়াও রয়েছে বেবি ওয়াইপ্স ও ডায়াপার সহ আরো পন্য। আন্তর্জাতিক মানসম্পন্ন এসব পন্য পাওয়া যাচ্ছে দেশের সব সুপার স্টোর গুলোতে।