শিল্প মন্ত্রীর সঙ্গে জেবিসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাত

0
33
ঢাকা অফিসঃ জাপান বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ (জেবিসিসিআই) এর সভাপতি জনাব হিকারি  কাওয়াই এর নেতৃতে (জেবিসিসিআই) এর প্রতিনিধিরা গত ১৮ ডিসেম্বর ২০২২ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রানালয়ের মাননীয় মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (এমপি) মহোদয়ের অফিসে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় মন্ত্রী মহোদয়ের সঙ্গে জেবিসিসিআই এর প্রতিনিধিরা জাপান ও বাংলাদেশের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
বৈঠকে জেবিসিসিআই প্রতিনিধি দলের মধ্যে মোঃ আনোয়ার শহীদ-মহাসচিব,  মোঃ শরিফুল আলম-উপদেষ্টা, জনাব মোঃ সোহেল-পরিচালক, নাঈমুর রহমান-পরিচালক, মিস সাওরি  ফুজিমোতো-পরিচালক ও মোঃ এমরান-নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।
তারা দেশের বিভিন্ন শিল্প যেমন- অটোমোবাইল, হাল্কা ইঞ্জিয়ারিং, ফার্মাসিটিক্যালস্, ক্ষুদ্র শীল্পের উন্নতি, আমদানী শুল্কের নীতিমালা এবং বাংলাদেশে জনশক্তি দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষন সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
মাননীয় শিল্প মন্ত্রী বাংলাদেশে সরাসরি বৈদেশীক ইনভেষ্টমেন্ট (ঋউও) এর সূযোগ উন্নতি করার জন্য ধারাবাহিকভাবে কাজ করার জন্য জেবিসিসিআই এর প্রশংসা করেন।