শিরোমণি যুব সংঘের ৮ দলীয় হা-ডু-ডু টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
662

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
শিরোমনি যুব সংঘের আয়োজনে ৮দলীয় হা-ডু-ডু টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার সন্ধ্যায় দক্ষিণ শিরোমনি কালভার্টের মোড়ে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম। সাবেক মেম্বর শেখ কাওছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যোগিপোল ইউনিয়ন পরিষদের মেম্বর শাহ আমিনুল ইসলাম, কাষ্টমস সুপার মোঃ রুহুল আমীন। যুব সংঘের সভাপতি শরীফ রাকিবুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন সর্দার বিল্লাল হোসেন, মোঃ ভেমর সরদার, কাজী শেখ ইলিয়াজ হোসেন, মোঃ আবুল কালাম, সোহেল সর্দার, মোঃ সাগর, মিয়া পারভেজ, মোঃ জুলহাস, কাজী টুটুল, মিয়া ইমামুল, মঞ্জুরুল ইসলাম, শেখ সুজন, আকিব জাবেদ টিটু, শেখ বুলবুল হোসেন, মোঃ আফি, মোঃ ইউসুফ। খেলা পরিচালনা করেন নাজমুল হোসেন নাইজো ও সর্দার মফিজুর রহমান। খেলায় পশ্চিম শিরোমনি সোনার তরী যুব পর্ষদ উত্তর শিরোমনি অগ্রগতি যুব পর্ষদকে ৪-১ সেটে পরাজিত করে। চ্যাম্পিয়ন পশ্চিম শিরোমনি সোনার তরী যুব পর্ষদকে ১৭ ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।