শিরোমণি তরুণ সংঘের কৌতুক পরিবেশনা অনুষ্ঠানের উদ্বোধন আজ

0
201

ফুলবাড়ীগেট প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিরোমণি তরুন সংঘের উদ্যোগে ৩দিনব্যাপী ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৌতুক পরিবেশনা অনুষ্ঠানের উদ্বোধন আজ বুধবার বিকাল ৩টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বেধন করবেন হ্যামকো গ্রপের পরিচালক আলহাজ্ব কবির হোসেন তালুকদার । অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। আগামীকাল ১৬জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠানের ২য় দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী প্রাণী সম্পদ মন্ত্রনালয় ও খুলনা-৫ আসনের এমপি বাবু নারায়ন চন্দ্র চন্দ্র এবং আগামি ১৭ জানুয়ারী শুক্রবার সমাপনী দিনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন । প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বাবুর পরিচালনায় সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।