শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিকদের লাঠি মিছিল ও সমাবেশ

0
471

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ
শিরোমণি শিল্পাঞ্চালের বন্ধকৃত ব্যাক্তিমালিকানা জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবীতে মিলের সিবিএ-ননসিবিএর উদ্যোগে সোমবার বিকাল ৫টায় শিরোমণি শহীদ মিনার চত্বর থেকে পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসাবে লাঠি মিছিল বের করে।
পুলিশ বেষ্টুনির মধ্যে মিছিলটি খুলনা যশোর মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চালের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ সিবিএ-ননসিবিএ সমন্বয়ে দাবী আদায় কমিটির আহবায়ক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন, দাবী আদায কমিটির সদস্য সচিব শাহ মোঃ মনিরুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ আব্দুস সালাম, সাবেক সিবিএ নেতা রবিউল ইসলাম, শেখ আসাদুজ্জামান, মোঃ নুর ইসলাম, শেখ ইকবাল, হাসেম গাজী, আল মামুন, কাগজী ইকরাম, খোকন, আরিফ, মিজান, মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ১১ এপ্রিলের মধ্যে তাদের দাবী সমুহ বাস্তবায়নের প্রকৃয়া শুরু করা না হলে আগামী ১২ এপ্রিল খুলনা যশোর মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চালে সর্বাত্তক অবরোধ কর্মসুচি পালন করা হবে একই সাথে সকল দোকানপাট বন্ধ রাখা হবে।
এদিকে বৃহস্পতিবারের ৫ ঘন্টা অবরোধ সফল করতে শিল্পাঞ্চাল এলাকায় হ্যান্ড বিল লিফলেট বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য তৃতীয় দফায় ঘোষিত কর্মসুচির অংশহিসাবে আগামী ১১ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টায় খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত খুলনা যশোর মহাসড়ের শিরোমনি শিল্পাঞ্চাল অবরোধ কর্মসুচি পালিত হবে।