অনলাইন ডেস্কঃ
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহন বাসের চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা সোমবার (৩০ জুলাই) সকাল থেকে নয় দফা দাবি নিয়ে বিক্ষোভসহ রাস্তা অবরোধ করে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করছিল। ওই বিক্ষোভে তাদের অন্যতম দাবি ঘাতক বাস ড্রাইভার ও হেলপারকে ফাঁসিসহ নৌপরিবহনমন্ত্রীকে তার গতকালের বক্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।
সোমবার (৩০ জুলাই) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থানকালে কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম আপন এসব দাবি তুলে ধরেন।
তাদের আরও দাবি হচ্ছে– শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য ইএমএস এলাকায় ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস তৈরি করতে হবে, প্রত্যেক সড়কের মোড়ে মোড়ে স্পিড ব্রেকার দিতে হবে, শিক্ষার্থীদের প্রত্যেক বাসে হাফ পাস রাখতে হবে, একদিনের মধ্যে নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে, শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে- থামিয়ে তাদেরকে নিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না এবং বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।