শিক্ষাবিদ মোসলেম উদ্দিনের ইন্তেকাল : শোক

0
380

বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব প্রফেসর ড. মোসলেম উদ্দিন জোয়ার্দার বুধবার দুপুর সোয়া একটার দিকে নগরীর বানরগাতিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আমরা তো আলাহর এবং আমরা আলাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ শিক্ষাকতা জীবন শেষে তিনি খুলনা সরকারি মহিলা কলেজ থেকে ২০০৪ সালে অবসরে যান। তিনি প্রফেসর জালাল উদ্দিন আহমদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদের ছোট মামা।
গত ৫ সেপ্টেম্বর এশা বাদ বানরগাতি ইসলাম কমিশনারের বাড়ির মোড়ের বায়তুল মে’রাজ জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, আযমখান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার, খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন আহমদ, খুবি’র উপ-রেজিষ্ট্রার জিএম লুৎফর রহমান, উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, স্থানীয় কাউন্সিলর আলী আকবর টিপু ও মোঃ হাফিজুর রহমান মনি, খুলনাস্থ রুদাঘরা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হালিম মোড়ল ও সাধারণ সম্পাদক সরদার নজরুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবুসহ মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার বিপুল সংখ্যক মুসলীরা উপস্থিত ছিলেন। নামাজে জানাজায় ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ।
এর আগে, মরহুমের জন্মস্থান ডুমুরিয়ার মিকশিমিলে আছর বাদ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে নানা মহল। weÁwß