নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
খুলনায় বুধবার (১৮ জুলাই) সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজে সমাজকল্যান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মরহুমা কানিজ ফাতিমা স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অধ্যাপক শেখ দিদারুল আলমের সঞ্চালনায় মরহুমার জীবন ও কর্মের উপর আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান (এমপি)। এসময় বক্তব্য রাখেন, সাবেক হাই কমিশনার ও মরহুমার ভাই মোঃ কামাল উদ্দিন, মরহুমার স্বামী অধ্যাপক নুরুল ইসলাম, সন্তান এএসএম ডাঃ শরীফুল ইসলাম (শুভ), শেখ জামাল উদ্দিন, শেখ শওকাত হোসেন, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল হালিম, সাবিয়া ইসলাম আঙ্গুরা, উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী, অধ্যাপক মিরা পোদ্দার, মিনু মমতাজ, আবুল কাশেম, মোজাহিদুল ইসলাম, আব্দুল মাজিদ, আসাদউল্লাহ, শাহিদুর রহমান, ইমরান হোসেন, মনিরুজ্জামান মোড়ল, আব্দুর রাজ্জাক, অনামিকা রায়, আজিজুল ইসলাম, নাঈমুল ইসলামসহ আরও অনেকে।
এরপর ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. নাঈমুল ইসলাম মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।