শরণখোলায় ১৬দলীয় শহীদ মনিরুজ্জামান বাদল স্মৃতি ফটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0
560

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ১৬দলীয় শহীদ মনিরুজ্জামান বাদল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদর রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কামালউদ্দিন আকন।

উদ্বোধনী খেলায় রায়েন্দা ফ্রেন্ডস ক্লাব ও সন্ন্যাসী মধ্য বরিশাল টাইগার ক্লাব অংশগ্রহন করে। খেলায় টাইব্রেকারে ৫-৩ গোলে টাইগার ক্লাবকে হারিয়ে
রায়েন্দা ফ্রেন্ডস ক্লাব দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে ফ্রেন্ডস ক্লাবের গোল রক্ষক মো. সুমন।
২০১১ সালের এসএসসি ব্যাচ আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, উপজেলা পরিষদের ভাইস

চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, রায়েন্দা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ আলী. শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, গিয়াস উদ্দিন মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমন, ছাত্রলীগের বর্তমান আহবায়ক মো. হাসান মীর প্রমূখ।
খেলা পরিচালনা করেন সাংবাদিক বাবুল দাস এবং ধারা ভাষ্যকার ছিলেন মো. সুজন ও আমিনুল ইসলাম। ##