শরণখোলায় মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

0
307

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের শরণখোলায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন।
মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. ছালেহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খালেক খান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান জমাদ্দার, মোল্লা মশিউর রহমান, রফিকুল ইসলাম কালাম, অধ্যাপক আকন আলমগীর, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা আব্দুল ওহাব প্রমূখ। ##