শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় তথ্য অধিকার আইন বিষয়ক এক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর তথ্য মন্ত্রনালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজলা পরিষদ মিলনায়তনে ইউএনও লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব ও মন্ত্রনালয়ের রিসোর্স পার্সন মোঃ আবুল হোসেন। এত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার, কৃৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খাঁন, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও শিক্ষক নুরুল হক প্রমূখ।