শরণখোলা (বাগরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ভূঁইয়া মো. আতাউর রহমান।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন আকন। প্রশিক্ষণ সরকারের তথ্য অধিকার আইন বাস্তবায়ন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত ও তথ্য প্রাপ্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধিসমাজের ৬০ জন প্রতিনিধি অংগ্রহন করেন। ##