শরণখোলায় আত্মগোপনে থাকা মাদক বিক্রেতারা এলাকায় ফিরতে শুরু করেছে

0
358

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি:

দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর মাদক নির্মুল অভিযান শুরু হওয়ার পরে বাগেরহাটের শরণখোলায় গা ঢাকা দেয়া মাদক বিক্রেতা ও চিহ্নিত মাদক সেবীরা আবার এলাকায় ফিরতে শুরু করেছে। পূর্বের ন্যায় মাদকের ডিলার, বিক্রেতা, সরবরাহকারী ও সেবনকারীরা প্রকাশ্যে চলাফেরা শুরু করায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, মাসাধিককাল ধরে দেশব্যপী মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পরে শরণখোলায় কয়েকজন মাদকসেবী চুনোপুটি গ্রেফতার হলেও মাদকের ডিলার ও চিহ্নিত বিক্রেতা মাদক সেবীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে চিহ্নিত ওইসব মাদক সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার এলাকায় ফিরেছে। তারা স্বদর্পে চলাফেরা এমনকি মোটর সাইকেল মহড়া দিয়ে বেড়াচ্ছে। যে কারণে সাধারণ মানুষের মাঝে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সাম্প্রতিক বছর গুলোতে এ উপজেলায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল সহ নানা রকমের মাদকের ব্যাপক প্রসার ঘটেছে। উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০/১২ জন ডিলার, ২০/২৫ বিক্রেতা, ৩৫/৪০জন সরবরাহকারী সহ সহস্রাধীক সেবনকারী রয়েছে। ডিলারদের মধ্যে উপজেলার সাউথখালী ও খোন্তাকাটা এলাকায় ৩ জন জনপ্রতিনিধি, তাদের নিকট আত্মীয়, এমনকি আপন ভাইও রয়েছে। বিক্রেতাদের মধ্যে রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতা, সরবরাহকারী দলে রয়েছে কলেজ ছাত্র-ছাত্রী, প্রবাসীর স্ত্রী, গ্রাম্য যুবতী ও স্বামী পরিত্যাক্ত সহ কমপক্ষে ১০ নারী। বিক্রেতাদের মধ্যে কারো কারো নামে ৫/৭টি মামলা চলমান রয়েছে। এদের মধ্যে উপজেলার খাদা, রায়েন্দা বাজার, জিলবুনিয়া, রাজৈর, তাফালবাড়ী, খুড়িয়াখালী, চালিতাবুনিয়া, দক্ষিণ তাফালবাড়ী, চাল-রায়েন্দা, খোন্তাকাটা, রাজৈর বাসষ্ট্যান্ড সহ অর্ধশতাধিক পয়েন্টে বিক্রেতা ও সরবরাহকারী দল সক্রিয় রয়েছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাদক ব্যবসায়ী বন্দুক যুদ্ধে নিহতের খবরে ইতিমধ্যে অনেকেই আত্মগোপন করেছেন। মাদক সরবরাহ কাজে নিয়োজিত নারী সদস্যদের অনেকেই দেহ ব্যবসার সাথেও জড়িত রয়েছে। এরা কৌশলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদক ছড়িয়ে দিচ্ছে। যার ফলে অভিভাবক মহল তাদের কোমলমতি সন্তানদের ভবিষ্যত নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। সেবনকারীদের মধ্যে রায়েন্দা বাজারে কিশোর ও যুবক সহ ধনঢ্য ব্যবসায়ীদের সন্তানরা এগিয়ে রয়েছেন। এরা গভীর রাত পর্যন্ত বাজারের ব্যাংক পাড়া, লঞ্চঘাট, বেরিবাঁধ, হাইস্কুল মাঠ, বিভিন্ন সাইক্লোন শেল্টার সহ নানা অলিগলিতে আড্ডায় মেতে থাকে। পুলিশি টহল ও বাজার পাহারাদার ব্যবস্থা জোরদার না থাকায় মাদকের সাথে সংশ্লিষ্টরা নির্বিঘ্নে তাদের কর্মকান্ড চালাচ্ছে। এছাড়া মাদকের অর্থ যোগাতে বিপথগামী যুবকরা রায়েন্দা বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরির পাশাপাশি নানা অপরাধে জড়াচ্ছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম জানান, মাদকের সাথে সংশ্লিষ্টদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।