ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
খুলনার ঐতিহ্যবাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রাইমারি স্কুল সার্টিফিকেট(পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় ঘোষিত ফলাফলে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছেন। বিদ্যালয়টি থেকে ২০১৭ সালের প্রাইমারি স্কুল সার্টিফিকেট(পিইসি) পরীক্ষায় মোট ১২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৬জন শিক্ষার্থী বাকী ১১ জন পরীক্ষার্থী পেয়েছেন -এ। একই সাথে জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় বিদ্যালয় থেকে মোট ১৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৩জন, এ পেয়েছেন-৬৩ জন, এ- পেয়েছেন ১১ জন, বি-১৩জন এবং সি পেয়েছেন ৭জন। বিদ্যালয়ের সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) তাপতী দত্ত সন্তোষ প্রকাশ করে বলেন শিক্ষকদের ক্লাসে সঠিক ভাবে পাঠদান এবং শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা এনে দিয়েছে। তিনি এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীদেরকে ধন্যবাদ জানান।