ক্রীড়া প্রতিবেদক:
২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে অংশ নিবে লিটন স্মৃতি সংসদ। ফুটবল লীগের দলগঠনের লক্ষে আজ শনিবার খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় খুলনা মেডিক্যাল কলেজ মাঠে বাঁছাইয়ে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের খেলার সামগ্রীসহ মাঠে উপস্থিত হওয়ার জন্য ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুজ্জামান বাবু আহবান জানিয়েছেন। বিস্তারিত জানার জন্য ক্লাবের ক্রীড়া সম্পাদক কার্ত্তিক চন্দ্র দে ওরফে পটল এর (০১৬২৫-১৪৯৩৯১) সঙ্গে যোগাযোগ করতে হবে। লিটন স্মৃতি সংসদ “গ” গ্রপে মোহামেডান স্পোটিং ক্লাব, উইনার্স ক্লাব ও শেখ কামাল স্মৃতি সংসদের সঙ্গে খেলবে।