নবম লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন পাবনার মেয়ে মিম মানতাসা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। এ ছাড়া প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ। শুক্রবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার প্রতিযোগিতার এই আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা পাঁচের মধ্য থেকে ঘোষণা করা হয় সেরা ৩ বিজয়ীর নাম।
প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।
পাঁচ লাখ টাকা আর একটি নতুন গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন লাক্স সুন্দরী মানতাসা। প্রথম রানারআপ সারওয়াত আজাদ পেয়েছেন ৪ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ সামিয়া অথৈ ৩লাখ টাকা। ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন পর্বে বাছাইয়ের মাধ্যমে শুরু হয় নবম লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতা। দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে বাছাইকৃত সেরা পাঁচজন ছিলেন চূড়ান্ত লড়াইয়ে। পাঁচজন হলেন-সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ।