স্পোর্টস ডেস্ক:
প্রথম দিনেই নেই শ্রীলঙ্কার ৯ উইকেট। নিজেদের মাটিতেই লঙ্কানদের এমন ভরাডুবি। গল টেস্টেও এমন হয়েছিল তবে শেষ পর্যন্ত স্বাগতিকরাই জিতেছিল।
আজ শুক্রবার কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রিথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
স্বাগতিক দুই ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা আর দ্বিমুথ করুণারতেœ দেখেশুনেই শুরু করেন প্রথম দিন। দুজনেই তুলে নেন অর্ধশত রান।
করুণারতেœ করেন ১১০ বলে ৫৩ রান। গুনাথিলাকা করেন ১০৭ বলে ৫৭ রান। দুজনে মিলে গড়েন শত রানের জুটি।
দুই নম্বরে ব্যাট করতে আসা ধনঞ্জয়া সিলভাও খেলেন ১০৯ বলে ৬০ রানের ইনিংস।
কিন্তু আরেক প্রান্তে চলে উইকেট যাওয়া আসার খেলা।
প্রোটিয়া পেসার কাগিসো রাভাদার ১ উইকেট ছাড়া দিনের বাকি ৮ উইকেটই যায় কেশব মহারাজের ঝুলিতে।
আজকের দিনে আর একটা উইকেট পেলেই মহারাজ চেপে বসতেন একদিনে ৯ উইকেট নেয়ার রাজার আসনে।
এর আগে ১৯৫৭ সালে ১১৩ রান দিয়ে ৯ উইকেট নেন হিউ টেফিল্ড।
প্রথম দিন শেষে ৮৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ২৭৭ রান।