রূপসায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরধরে সংঘর্ষে একজন আহত হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, রূপসা উপজেলার আলাইপুর চরপাড়া এলাকার বাসিন্দা মৃত বাবর আলী শেখের পুত্র আইনাল শেখ (৪০) তার দুই মামা রজব শিকদার ও গণি শিকদারের ১০ শতক জমি বিক্রয় করতে চাইলে সে ক্রয়ের সিন্ধান্ত নেয়। কিন্তু একই জমি আইনালের ছোট ভাই আকবার ও ক্রয় করতে চায়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বড় ভাই আইনালের ঘাড় ও মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন আহত অবস্থায় আইনালকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিনিধি