রুপসার জাবুসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসীদের তান্ডব

0
488

খুলনা টাইমস প্রতিবেদক :

আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ভ‚ক্তভোগী পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে। পুরুষ শূণ্য হয়ে পড়েছে এলাকা। মঙ্গলবার দুপুরে রুপসা উপজেলার জাবুসা গ্রামের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপসা উপজেলার জাবুসা গ্রামের দক্ষিণপাড়ায় এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন কানা একই এলাকার ব্যবসায়ী মিজান শেখের কাছে চাঁদা দাবি করে। মঙ্গলবার বেলা ২টার দিকে হোসেন কানা মিজানের পথরোধ করে আবারও চাঁদা দেওয়ার কথা বলে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানকে মেরে ফেলার হুমকী দেয়। বিকেল ৪টার দিকে হোসেন কানার নেতৃত্বে খালিদ, মোকলেছ, বশির, আরিফ মকবুল, হাতেম, নাজমুল, আনার রবিউলসহ ২০/২৫জনের একটি দল নিয়ে মিজানের বাড়ীতে হামলা চালায়। হামলায় ভাড়ী ভাংচুর ও লুটপাট চালায়। এসময় নগদ টাকা ও স্বর্নালংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। হামলার বাঁধা দিতে গেলে মিজানের বাড়ীতে বেড়াতে আসা দুই আত্মীয়সহ ১০জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাবার সময় আবারও মিজানকে হত্যার হুমকী দিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় পরিস্থিতি মারাত্বক অবনতির ঘটতে পারে এমনটাই আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। শেষ খবর পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।