রুপসার কাজদিয়ায় জেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জামাল এর গণসংযাগ

0
565

গতকাল বিকাল রুপসা উপজলার কাজদিয়া বাজার এবং নতুন হাটে উপস্থিত জনসাধারনের মাঝে সরকারর উনয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে গণসংযাগ এবং প্রচার পত্র বিলি করেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন যুব নেতা জামিল খান, তরুনলীগ জেলা সভাপতি আমিন বেগ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিনাহ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান কবীর প্যারীস, আক্তার খা, সাহেল জোনায়েদ, সাবেক ছাত্র নেতা বিধান চন্দ্র রায়, তাপস জোয়ার্দ্দার, রাফেল হাসান বাবু, ধিরাজ মন্ডল, এফ এম রনি, আলামিন, দ্বীপ পান্ড বিশ্ব, মোনায়েম খান, হোসেন বিশ্বাস, উপজলা যুবলীগ সভাপতি সুব্রত বাগচী, সাধারন সম্পাদক সাহেল খান, তারক আকিজ, শেখ সাগর, গোলাম কিবরীয়া, নজরুল ইসলাম নজু, নাজিম সরদার, নিয়ামত শেখ, শফীকুল ইসলাম ইমন, শেখ রাজিব, জুম্মন শোখ, চদন, মিলন শেখ, মোসলে উদ্দিন মাসুদ, আদম শেখ, ওয়ায়জ কুরনী বাবু, আরিফুল ইসলাম কাজল প্রমুখ।