স্পোর্টস ডেস্কঃ
রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে। এমনই এক খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এল চিরিগুইতো।
তাদের দাবি ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের সুপারস্টারকে কিনতে যাচ্ছে ইতালির ক্লাব জুভেন্টাস। ৪ বছরের চুক্তিতে বছরে ৩০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত তারা। মার্কা বলছে, জুভেন্টাসের অফার গ্রহণও করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালে রোনালদোর রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো থেকে ১২০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনার পরপরই রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন শুরু হয়। শেষ চ্যাম্পিয়নস লিগ জেতার পর সেই গুঞ্জন আরও ডানাপালা মেলা শুরু করে। উৎসবের মঞ্চে রোনালদো ধারণা দেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন।
সবকিছু ঠিকঠাক থাকলে ৮ বছর পর রিয়াল ছাড়তে যাচ্ছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। ২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে নিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সি গায়ে জড়ানোর পর রোনালদো হন আরও পরিণত। ক্লাবকে একাধিক সাফল্য এনে দেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত ঝুলিও সমৃদ্ধ করেন। তবে সবকিছুর মূলে থাকবে চারবারের ইউরোপ সেরার মুকুট।