টাইমস ডেস্ক:
রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মারুফুল ইসলাম মারুফ নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারুফ জেলার ললিতাহার খড়খড়ি এলাকার শাহীন আলমের ছেলে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কু-ু জানান, দুপুরে মোক্তারপুর ট্রাফিক মোড় এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ঘটনা¯’লেই মারা যান মোটরসাইকেল আরোহী মারুফ। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।