রাজপুর ইয়াং স্টার ক্লাবের জীবানুনাশক স্প্রে

0
173

সাতক্ষীরা প্রতিনিধি:
বুধবার সকালে কলারোয়া উপজেলার রাজপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ৩নং ওয়ার্ডে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-ওই ওয়ার্ডে জনপ্রিয় ইউপি সদস্য হাসেম আলী, ক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ ক্লাবের অন্যন্যে সদস্যবৃন্দ। এসময় ক্লাবের নেতাকর্মীরা বলেন, এলাকাবাসী আপনারা জানেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য নাগরিক দায়িত্বের অংশ হিসেবে আসুন আমরা সবাই সচেতন থাকি। যারা বিদেশ থেকে ফিরে এসেছেন তারা যেন অতিরিক্ত বাজার ঘাট, চায়ের দোকানে দোকানে, সব জায়গাগুলোতে অযথা আড্ডা বা জনসমাগম না করি। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে এই কাজ থেকে বিরত রাখি। আমাদের পাড়া-প্রতিবেশীকে,আমাদের প্রিয়জনদেরকে,আমাদের পরিচিত তাদেরকে খাদ্য ব্যবহার করা এবং স্বাস্থ্য সচেতন মূলক কর্মকাণ্ড মেনে চলতে উদ্বুদ্ধ করি। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসনের আদেশ মেনে নিয়ে সকলকে সহযোগিতা করার জন্য। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে তিনি আরো বলেন-আমাদের এলাকায় বিদেশফেরত প্রত্যেক ব্যক্তি ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিদেশ ফেরত কোন ব্যক্তি বাইরে হাট-বাজার বা জনসমক্ষে কোন প্রকার এলোমেলো ঘোরাফেরা করতে পারবেন না। সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। নিজে বাঁচুন, পরিবার, সমাজ ও দেশের সর্বাত্মক কল্যাণে সহযোগিতা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করুন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। মুখে মাস্ক ব্যবহার করুন। প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর হ্যান্ড ওয়াস বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। সকলের সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসুন।