রাজধানীতে দুই লাখ ইয়াবাসহ ৪ ব্যবসায়ী আটক

0
334

টাইমস ডেস্ক:

রাজধানীর পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়। রবিবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।